Print Date & Time : 10 May 2025 Saturday 6:57 pm

কুড়িগ্রামে ওএমএসএস’র চাল বিক্রি শুরু

 শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রাম জেলায় ওএমএসএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের খলিলগঞ্জ বাজার এলাকার খেজুরতলা মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, খাদ্য মন্ত্রণালয়ের হিসাব রক্ষন কর্মকর্তা এরশাদুল হক প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, সারা জেলায় ২৮জন ডিলারের মাধ্যমে প্রতিদিন দুইটন করে ওএমএসএস’র চাল বিতরণ করা হবে। প্রতিজন ৩০টাকা করে ৫ কেজি করে চাল নিতে পারবে। টিসিবি’র কার্ডধারীরাও পাক্ষিকভাবে এই সুযোগের আওতায় আসবেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা জেলায় প্রতিজন উপকারভোগী ১৫টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। এজন্য ২৬৮জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। জেলায় মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৬শ’ ৪৫জন।

আর//দৈনিক দেশতথ্য//১ সেপ্টেম্বর-২০২২