শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী কুড়িগ্রামের উলিপুরে পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে শুক্রবার উলিপুর পৌরসভা ১ নং ওয়ার্ডের পশ্চিম নওডাঙ্গা জাকিয়া পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্ম জন্মবার্ষিকী লালন উপলক্ষে দোয়া ওমিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক উলিপুরের মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আফতাব আলী মন্ডল, সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক উলিপুর, মোঃ সাবেদ আলী, উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক , মতলবুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আবু জাফর সোহেল রানা ১ নং যুগ্ন আহবায়ক জেলা কৃষক দল, জাহিদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, উলিপুর ৭ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি আবু রায়হান বুলু, মোহাম্মদ আবুল কালাম আজাদ শাহীন, সাবেক জেলা মৎস্য জীবি দলের সদস্য প্রমুখ সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post