Print Date & Time : 5 July 2025 Saturday 3:00 am

কুড়িগ্রামে গবাদীপশু ও হাঁস-মুরগী পালন প্রশিক্ষন

কুড়িগ্রাম জেলা পরিষদরে উদ্যোগে ফুলবাড়ী উপজেলার বেকার ব্যক্তিদের কৃষি,গবাদীপশু ও হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ এর ২দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই সরকার,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী,সদস্য-সংরক্ষিত ও সহকারী অধ্যাপক মাহবুবা বেগম, মোছাঃ ডেইজী বেগম,সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। দু’দিনব্যাপী ৪৪জন মহিলা ও পুরুষ এ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।