Print Date & Time : 15 May 2025 Thursday 9:16 pm

কুড়িগ্রামে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের সহযোগিতায় ছাত্রলীগের ধারাবাহিক “শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী”  কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজকে  কুড়িগ্রামের শেখ রাসেল পৌর টাউন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৪০০  কম্বল এবং করোনা প্রতিরোধে ১,০০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন,কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক  মুমিনুর রহমান মুমিন সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান সোহেল বলেন, এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ।

দৈনিক দেশতথ্য//এল//