শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।।কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে । শুক্রবার(১৯ আগষ্ট) সকালে শহরের কেন্দ্রীয় বাজার কালী মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়।
আলোচনা সভা শেষে একটি বনার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে মন্দির চত্বরে গিয়ে শেষ হয়।
জন্মাষ্টমী উপলক্ষ্যে কুড়িগ্রাম জগন্নাথ নামহট্ট (আইসক) মন্দির,দক্ষিনপাড়া সার্বজনীন মন্দির, কেন্দ্রীয় বাজার কালী মন্দিরে সকালে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন কুড়িগ্রাম শাখার নের্তৃবৃন্দরা জানান, এ বছর শ্রীকৃষ্ণের জন্মতিথি বৃহঃবার রাত ১২টার পর শুরু হয়ে শুক্রবার মধ্যরাত পর্যন্ত হওয়ায় শুক্রবার সারাদেশে জন্মাষ্টমীর বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়াও মন্দিরগুলোতে সন্ধ্যায় গীতা পাঠ, লীলা কীর্তন,রাত ১২টা ১ মিনিটে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক ও পূজা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
এ সময় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মেঘলা চৌধুরী,পৌর মেয়র কাজিউল ইসলাম,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস,সাধারণ সম্পাদক দুলাল রায়,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, সহ দপ্তর সম্পাদক অপু সরকার,জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি তাপস কুমার প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//১৯ আগষ্ট-২০২২