Print Date & Time : 4 September 2025 Thursday 6:05 am

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখশানা বেগমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন,সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,উপজেলা শিক্ষা অফিসার এন.এম শরিফুল ইসলাম খন্দকার সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিদ্যালয়ের একটি কক্ষে নজরুল চর্চা কেন্দ্র ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন -তোমরা খেলাধুলা, সাংস্কৃতিকের পাশাপাশি ভালো করে লেখাপড়া করবে।আর তোমরা স্বপ্ন দেখবে একদিন আকাশ জয় করেছো,সাগর জয় করেছো, বিশ্ব জয় করেছো। অন্যায় করবে না,অন্যায়কে প্রোশ্রয় দিবেনা।