Print Date & Time : 10 May 2025 Saturday 5:17 pm

কুড়িগ্রামে জেলা বিএনপি’র মিছিল ও আলোচনা সভা

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল  ও আলোচনাসভা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পুরাতন পোষ্টাফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল  বের হয়ে শহরের কাপড় মার্কেটে আসলে পুলিশ বাঁধা দেয়। বাধা পেয়ে সেখানেই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা শাহিন শেখ রন্‌জু, মাজেদুল ইসলাম তারা, সফিকুল ইসলাম সফিক, অধ্যাপক রফিকুল ইসলাম ও এটি এম নজিবুর রহমান লেলিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//