Print Date & Time : 22 April 2025 Tuesday 8:49 am

কুড়িগ্রামে তক্ষক সহ পাঁচ পাচারকারী গ্রেফতার

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় নেট লাগানো বাক্স থেকে বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। এর সুত্র ধরে ৫ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার ভোররাতে কচাকাটা থানার দক্ষিন বলদিয়া গ্রামের পালপাড়া এলাকার মো: পনির উদ্দিনের শয়ন কক্ষ থেকে নেটের বাক্সে রাখা সরীসৃপ প্রজাতির তক্ষক ৩টি উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংসবাদ সম্মেলনে পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, বিরল প্রজাতীর এই সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় প্রতিবেশী দেশ থেকে চোরাইপথে সীমান্তবতী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। খবর পেয়ে ৩টি তক্ষক উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন মো: মোজাম্মেল হক মজনু, মো: আবুল কাশেম, মো: মোর্শেদ আলম, মো: রিয়াজুল ইসলাম লেবু ও মো: শাহ্ আলম।

গ্রেফতারকৃতরা কচাকাটা থানার বলদিয়া ও পালপাড়া এলাকার বাসিন্দা। তাদের নামে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ ও উদ্ধার করা তক্ষক ৩টি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৭,২০২৪//