Print Date & Time : 10 May 2025 Saturday 10:54 pm

কুড়িগ্রামে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কিলস্‌ ফর এমপস্নয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন গ্রহণে উদ্বুদ্ধ করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসইআইপি প্রকল্পটি বাস্ত্মবায়ন করছে। 

এসইআইপি প্রকল্পের দক্ষতা প্রশিক্ষনের বিষয়, প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ, প্রশিক্ষনে  ক্ষেত্র সমুহ, প্রশিক্ষনের সুবিধাদি, প্রশিক্ষন সম্পন্নকারীদের চাকুরিপ্রাপ্তিতে সহযোগিতাসহ প্রশিক্ষনে অগ্রাধিকার প্রদানের বিষয়গুলো সম্পর্কে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে এই কর্মশালা আয়োজন করা হয়। 

কুড়িপ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসইআইপি প্রকল্পের সহকারি নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) মো. রুহুল আমিন। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সোশ্যাল মার্কেটিং কার্যক্রম বাস্ত্মবায়নের জন্য নিযুক্ত প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন পরামর্শক মোহাম্মদ আব্দুল মান্নান। 

কর্মশালায় এসইআইপি প্রকল্পের সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের উদ্দেশ্য, প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা, প্রশিক্ষন সুবিধাসমূহ, অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষন সুবিধা পৌঁছে দিতে করণীয়, প্রশিক্ষনর্থীদের সুবিধাদি ইত্যাদি বিষয়সহ সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন পরামর্শক মোহাম্মদ আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এসইআইপি প্রকল্পের সহকারি নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) মো. রম্নহুল আমিন বলেন একটি সমৃদ্ধশালী জাতি গঠনে সরকার বিভিন্ন সেক্টরের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রম বাস্ত্মবায়ন করছে।

সভাপতির বক্তব্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্রমবিকাশমান ধারা অব্যাহত রাখতে দেশের কর্মক্ষ জনগোষ্ঠীকে কর্মমুখী প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে।

কর্মশালায় কুড়িগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যমকর্মী ও সমাজের অনগ্রসর শ্রেণির প্রতিনিধিসহ মোট ৪০ জন প্রতিনিধি অংশ নেন। 

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২২//