Print Date & Time : 21 August 2025 Thursday 7:48 pm

কুড়িগ্রামে নকল জিরা বিক্রির অভিযোগে জরিমানা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নকল জিরা বিক্রির অভিযোগে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্ত্মাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভুরম্নঙ্গামারী থানা পুলিশ। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্ত্মাফিজুর রহমান জানান, রোববার দুপুরে ভুরম্নঙ্গামারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার থেকে খোলা জিরা সংগ্রহ করে বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রয় অপরাধে ভুরম্নঙ্গামারী বাজারের মোল্লা স্টোরের মালিক আমান উল্লাহকে ২০ হাজার টাকা এবং চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই বাজারের গোপাল স্টোরের মালিক শ্রী কৃষ্ণ চন্দ্র পালকে ১ হাজর টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ২ বস্তা বাবা জিরার নকল প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//