Print Date & Time : 1 July 2025 Tuesday 11:54 pm

কুড়িগ্রামে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন

 শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রাম জেলার  ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরক মন্ডল মৌজায় ধরলার ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন ভাঙ্গন কবলিত এলাকার কয়েক শত লোকজন । পরে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এলাকার লোকজন। 

মানববন্ধনে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলীসহ এলাকার ভাঙন কবলিত লোকজন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ধরলার টানা ভাঙনে চরগোরক মন্ডলের প্রায় একহাজার একর ফসলি জমি, মাছের ঘের, ৬ শতাধিক ঘরবাড়িসহ কয়েকটি প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানালেও তারা  কোন উদ্যোগ নেয়নি। স্থানীয় প্রশাসনও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেনা। তাই ৪০ কিলোমিটার দূরে এসে জেলা শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন উক্ত এলাকার ভাঙ্গন কবলিত লোকজন । 

আর//দৈনিক দেশতথ্য//১১ সেপ্টেম্বর-২০২২