Print Date & Time : 1 July 2025 Tuesday 6:57 pm

কুড়িগ্রামে নারীপক্ষের আলোচনা সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। সংঘাতকালিন সময়ে যৌন সহিংসতা; ক্ষতিপুরন ও প্রতিকার বিষয়ক বীরঙ্গনা/নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে দিনব্যাপী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) সকালে বেসরকারি সংগঠন নারীপক্ষ কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় এএফএডি কনফারেন্স কক্ষে আলোচনাসভার আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন নারীপক্ষের নির্বাহী সদস্য শিরীন হক, সদস্য সাফিয়া আজিম, নুরে মাকসুরাত সেজুঁতি, যারীন ফারিহা, নাজনীন সুলতানা রত্না, প্রকল্প কর্মকর্তা নীরা ইসলাম বহ্নি, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন রম্নপা প্রমুখ।

আয়োজকরা জানান, বীরঙ্গনা/নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ও স্বীকৃতি প্রদান এবং সংঘাতকালিন সময়ে ক্ষতিপুরনের দাবীতে তারা প্রকল্প ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

আর//দৈনিক দেশতথ্য//৬ আগষ্ট-২০২২