শাহীন আহমেদ, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের চিলমারী- রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
এ নিয়ে পাঁচ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত দশটার দিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির।
গ্রেপ্তার আসামির নাম মধু মিয়া (৩২)। তিনি ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামের বাসিন্দা।
আইসি ইমতিয়াজ কবির জানান, নৌডাকাতির মামলায় জবানবন্দি প্রাপ্ত আসামি মধু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়। এরপ্রেক্ষিতে মধু মিয়া সহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

Discussion about this post