Print Date & Time : 3 July 2025 Thursday 7:08 am

কুড়িগ্রামে পরিচ্ছন্নকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মীরা। সোমবার (১৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নকর্মী আসমা খাতুন, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, একজন দিনমজুর দিনে ৩শ’ টাকা মজুরী পেলেও পরিচ্ছন্নকর্মীরা দিনে গড়ে পান মাত্র একশ টাকা। মাসে ৩ হাজার টাকা বেতনে এই পরিবারগুলো মানবেতরভাবে জীবন যাপন করছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি থাকায় বাইরে কাজ করার বিকল্প কোন সুযোগ থাকে না তাদের। ফলে ডালভাত যোগার করা তাদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। এজন্য বেতন বৃদ্ধি এবং পদটি জাতীয়করণের দাবি জানিয়েছেন ঔ সকল  পরিচ্ছন্নকর্মীরা।

আর//দৈনিক দেশতথ্য//১৬ মে-২০২২//