Print Date & Time : 5 July 2025 Saturday 8:10 am

কুড়িগ্রামে প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি সংগঠন আরডিআরএস’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের উদ্যোগে হলোখানা ইউনিয়ন পরিষদ হলরম্নমে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা। সমাপনী কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইউপি সদস্য গোলজার হোসেন, মহিলা সদস্য তমিজন বেগম, ঈমাম আব্দুলস্নাহ আল মামুন, ঘটক শহর বানু, সোনালী নীড়ের পরিচালক এম এম নাসির, আরডিআরএস’র প্রতিনিধি গোলজার হোসেন, বিবিএফজি প্রকল্পের ইউনিয়ন ফেসিলিটেটর লাকী বেগম, সিএফ নুরজামাল সরকার, যুব ফোরাম সভাপতি নয়ন কুমার শীল প্রমুখ।