Print Date & Time : 10 May 2025 Saturday 6:58 pm

কুড়িগ্রামে বন্ধুকে উদ্ধার করতে গিয়ে সলিল সমাধী

কুড়িগ্রামে ধরলা নদীর টি-বাঁধে বেড়াতে গিয়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে আসাদুজ্জামান শুভ (১৭) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭আগস্ট) দুপুর একটার দিকে ধরলায় নিখোঁজ আসাদুজ্জামান শুভকে বিকেল ৬টার সময় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনুসন্ধান চালিয়ে নদীর তলদেশ থেকে মৃত: অবস্থায় উদ্ধার করে। 

নিখোঁজ স্কুল শিক্ষার্থী আসাদুজ্জামান শুভ কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং সে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুর ইসলামের ছেলে। তাজুল ইসলাম লালমনিরহাট পুলিশ সুপার অফিসে সিআইডি (এসআই) অফিসার হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে আসাদুজ্জামান শুভ বড় ছিল। ঘটনার পর পরই ধরলা নদীর তীরে স্ত্রী ও কন্যা সন্ত্মানকে নিয়ে সেখানে অপেক্ষা করেন তিনি। কিন্তু রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল দিনাজপুরে অবস্থান করায় সেখান থেকে আসতে তাদের বিলম্ব হয়।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান শুভসহ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ ধরলা ব্রীজের পাশে টি-বাঁধে বেড়াতে যায়। এসময় খেলতে গিয়ে জয় পানিতে পরে গেলে আসাদুজ্জামান শুভ ও তরঙ্গ পানিতে নেমে জয়কে উদ্ধার করে। এসময় তীব্র পানির স্রোতে আসাদুজ্জামান শুভ পানিতে তলিয়ে যায়। পরে জয় ও তরঙ্গের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলেও তাকে খুঁজে না পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী সাজ্জাদ জানান, খবর পেয়ে দুপুরেই কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। কুড়িগ্রামে অভিজ্ঞ ডুবুরী না থাকায় রংপুর ফায়ার সার্ভিসকে ডুবুরী দল পাঠানোর জন্য অনুরোধ করা হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল দিনাজপুরে থাকায় সেখান থেকে তারা বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে প্রায় বিশ মিনিটের মধ্যে স্কুল শিক্ষার্থীর মৃতদেহ ঘটনাস্থলের কাছে নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল যৌথভাবে অনুসন্ধান চালিয়ে স্কুল শিক্ষার্থীর মৃতদেহ ধরলা নদীর নীচে থেকে উদ্ধার করে। 

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৭,২০২২//