Print Date & Time : 28 July 2025 Monday 9:28 am

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার দুপুর বাংলাদেশ ইয়ান মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ান মার্কেটিং প্রফেশনাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রুহল আমিন আশিক,যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ,নির্বাহী সদস্য সাঈদ রিমন, সমাজ সেবক আবু দারদা হেলালসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এাণ সামগ্রী বিতরণকালে রুহল আমিন জানান, আমরা সমাজের অসহায় ও বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এরকম কাজ অব্যাহত থাকবে।

ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গতিয়াসাম গ্রামের আম্বিয়া, মর্জিনা,হবিবর এাণ সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত।