Print Date & Time : 11 May 2025 Sunday 3:54 am

কুড়িগ্রামে বাপ্পী হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ

কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি ফ্যাক্টরীতে দুই শ্রমিকের মধ্যে বাক-বিতন্ডার ঘটনায় নিহত বাপ্পীর হত্যাকারী খোকনকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ কারিরা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান করায় এই সড়ক পথে ৩টি উপজেলার যানচলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভ কারিদের দাবী  খুনী এই এলাকার এক প্রভাবশালীর আত্মীয় হওয়ায় ঘটনার ২৪ঘন্টা পরও আসামীকে পুলিশ গ্রেপ্তার করেনি। এরফলে বিক্ষুদ্ধ বিড়ি শ্রমিক ও এলাকাবাসী কুড়িগ্রাম-ভূরম্নঙ্গামারী সড়কের রিভারভিউ স্কুল মোড়ে বাপ্পীর লাশ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।

গত সোমবার (৩০ মে) কুড়িগ্রাম পৌরসভাধীন জলিল বিড়ি ফ্যাক্টরীতে কর্মরত দুজন কর্মচারীদের মধ্যে কাজ নিয়ে ভাগাভাগির জেরে বাপ্পী (২৩) কে টিসু্ কাটার কাচি দিয়ে ঘাড়ে কুপিয়ে হত্যা করে তার সহকর্মী খোকন মিয়া (৩২)।ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও প্রভাবশালীদের কারনে এখনো আসামি গ্রাফতার না হওয়ায় বিখুদ্ধ জনতা বেলা ২ টা পেরিয়ে গেলেও তাদের অবরোধ চালিয়ে যাচ্ছেন। 

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২২//