
সারাদেশে জ্বালানী তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, পরিবহণ ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি নেতা কর্মী নিহতের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদ সমাবেশ করেছে উলিপুর উপজেলা বিএনপি। শনিবার দুপুরে উলিপুর উপজেলা বিএনপি ভবণ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি তারিক আবু আলা চৌধুরী, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রম্নবেল, সহসাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোলস্না দুলাল , কুড়িগ্রাম পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, উলিপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, উলিপুর বিএনপি’র সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক সোলায়মান আলী সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকার লুটপাট করে দেশের অর্থ লোপাট করছে। এখন জ্বালানী তেলসহ সকল প্রকার দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের ভোগান্ত্মি বাড়িয়েছে। তারা বলেন, সময় থাকতে নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১০,২০২২//