Print Date & Time : 21 August 2025 Thursday 2:39 am

কুড়িগ্রামে বেতন ও উপবৃত্তি চালুর দাবীতে মানববন্ধন

আসন্ন বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদেন প্রয়োজনীয় বেতন বরাদ্দ ও শিক্ষার্থীদের বন্ধ করা উপবৃত্তি চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রামের রাজারহাট ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

রোববার (৫ জুন) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসের সামনে ঘন্টাখানিক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করে ঐক্যজোটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজারহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক সাইফুর রহমান মন্ডল, সদস্য মহিদুল শেখ, শফিকুল ইসলাম মনি ও মোস্তাক আহমেদ।

বক্তারা বলেন, ডাটা এন্ট্রিকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাসরাসার শিক্ষার্থীদের বন্ধকৃত উপবৃত্তি ও আর্থিক সুবিধা পূণরায় চালুকরণ এবং বাজেটে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় বেতন বরাদ্ধ দিয়ে মানবেতরভাবে জীবন যাপন করা শিক্ষকদেন পাশে দাড়াতে সরকারের প্রতি বিশেষ ভাবে আহবান জানিয়েছেন বক্তারা। 

আর//দৈনিক দেশতথ্য//৫ জুন-২০২২//