Print Date & Time : 22 August 2025 Friday 8:10 am

কুড়িগ্রামে মাদকসহ আটক ২

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ২১ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে পাথর বোঝাই ট্রাকের  কেবিন থেকে গাজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হল জামালপুর জেলার সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার

পূত্র ট্রাকের ড্রাইভার সুহেল মিয়া (৩৮) ও একই এলাকার সোনা মিয়ার পূত্র হেলপার

সবুজ মিয়া (৩৫)।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার

দিকে শহরের ধরলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামী পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-৮৭৪৮) নম্বরের একটি ট্রাকের কেবিন থেকে ২১ কেজি গাজাসহ ট্রাকের ড্রাইভার সুহেল মিয়া ও হেলপার সবুজ

মিয়াকে আটক করে পুলিশ। ট্রাকের মালিক ও ড্রাইভার সুহেল মিয়া দাবি করেন নাগেশ্বরীতে পাথর বোঝাইয়ের সময় ইসমাঈল হোসেন নামে এক ব্যক্তি একটি বস্তা কেবিনে রেখে সেটি টাঙ্গাইলে নামিয়ে দেয়ার জন্য অনুরোধ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাঠ পর্যায়ে মাদক বিরোধী কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে। জেলা পুলিশ মাদকের  ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।

দৈনিক দেশতথ্য//এল//