Print Date & Time : 9 August 2025 Saturday 3:27 am

কুড়িগ্রামে মাদক কারবারী আটক

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে টাপাল ট্যাবলেট, গাঁজা, নগদ টাকাসহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী।

এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। অপর এক মাদক কারবারী সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) দিবাগত ভোর ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকা থেকে ১শ ২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৩শ ৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।

অপরদিকে, একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় অভিযানে টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধারসহ মাদক কারবারী মোঃ মোস্তফা (১৯)কে আটক করে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। এছাড়াও,কুড়িগ্রাম কে মাদক ও চাঁদাবাজ মুক্ত করতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।