শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
অবহেলিত কুড়িগ্রাম জেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘মা ও শিশু দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি মানবিক এনজিও প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে।
কুড়িগ্রাম সদরের হরিকেশ মাদ্রাসা মোড়ে এর প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।
শীঘ্রই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম মিথুন।
তিনি বলেন, আমার জন্ম কুড়িগ্রামে। আমি এই এলাকার সন্তান। আমাদের জেলায় ১৬টি নদ-নদীর অববাহিকায় অসংখ্য চর গড়ে উঠেছে। এ সকল অবহেলিত অঞ্চলের মানুষের জীবনমান অনেক সংকটাপন্ন।
প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে অসচেতনতা অনেক বেশি। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সকলকে শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার কার্যক্রম পরিচালনা করব। এছাড়াও গরিব অসহায় মা ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা এবং আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, তার ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে যাচ্ছে। বিভিন্ন পদের জন্য এখানে ৫২ জন স্টাফ নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় সাড়ে চারশো জন প্রার্থী আবেদন করেছেন। শুক্রবার (২২ আগস্ট) আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, এটি গরিব অসহায় মানুষের কল্যাণে গঠিত হচ্ছে। যেহেতু প্রতিষ্ঠানটিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয় রয়েছে, তাই কেউ অর্থ তছরুপ করতে পারে। এজন্য আলোচনা সাপেক্ষে পদ অনুযায়ী বিভিন্ন অংকের ফেরতযোগ্য জামানত নেওয়া হবে। জামানতের জন্য ৩০০ টাকার সরকারি স্ট্যাম্পে চুক্তি করা হবে। কেউ চাকরি ছেড়ে দিলে তাকে সেই টাকা ফেরত দেওয়া হবে।
জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা জেলার গরিব মেহনতী মানুষের কল্যাণে কাজ করতে চাই। শুরুটা কুড়িগ্রাম সদর উপজেলা দিয়ে হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম প্রসারিত করা হবে। আমরা যেন নিজ জেলার গণ্ডি পেরিয়ে সারাদেশে গরিব অসহায় মানুষের কল্যাণের কাজ করতে পারি— এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা।