Print Date & Time : 8 July 2025 Tuesday 12:52 am

কুড়িগ্রামে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প,রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

রোববার দুপুরে জেলা সদরের মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এসময় জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে সংগঠনের নেতা কর্মীরা নিজেরাই রক্তদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কুড়িগ্রাম জেলা শাখার চিকিৎসকগণ।