Print Date & Time : 12 May 2025 Monday 8:16 pm

কুড়িগ্রামে শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ

কুড়িগ্রাম জেলা শহরের হাটির পাড় এলাকা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত এক  গৃহবধুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মৃত ওই গৃহবধু হলেন

ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছা.ফেরদৌসী ।

মঙ্গলবার(১৮ অক্টোবর) দুপুরের দিকে জেলা শহরের নিজ বাসায় ঘটে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভেঙ্গে মৃত ফেরদৌসীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাঁন মো: শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,’ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//