Print Date & Time : 11 May 2025 Sunday 5:46 am

কুড়িগ্রামে শিশুশ্রম বন্ধে আলোচনা সভা

“শিশুশ্রম বন্ধ করি সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি” এই শ্লোগান সামনে নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর ইউনিসেফ এর সহযোগিতায় রোববার (১২ জুন) সকালে এসব অনুষ্ঠানের আয়োজন করে। 

এ উপলক্ষে সকালে কুড়িগ্রাম সদর উপজেলা চত্ত্বর থেকে একটি যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়বাংলা মোড়ে আলোর ভুবন শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে সমাজসেবা কর্মকর্তা এস.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার (হাসপাতাল) সুকান্ত সরকার, দুর্বার তারুন্য বাংলাদেশ এর সভাপতি কে. এম রেজওয়ানুল হক নুরনবী, ইউপি সদস্য গোলজার হোসেন প্রমুখ।

বক্তরা শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য সকলকে আহ্বান জানান।

আর//দৈনিক দেশতথ্য//১২ জুন-২০২২//