Print Date & Time : 1 July 2025 Tuesday 11:31 pm

কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার


শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা আফজাল হোসেন (৬২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্তকে বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করছেন রাজারহাট থানার ওসি রাজু সরকার। 

অভিযুক্ত আফজাল হোসেন রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা আব্দুল লতিফ বাবা আফজাল হোসেনকে আসামি করে রাজারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০২ তাং-০৬-০৯-২০২২ইং।

অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি তার দাদার সঙ্গে বাড়িতে খেলছিল। খেলার এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুবাদে শিশুটিকে ধর্ষন করে দাদা আফজাল হোসেন। পরে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা বাদি হয়ে বাবার বিরুদ্ধে রাজারহাট থানায় ধর্ষন মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছেন।

রাজারহাট থানার ওসি রাজু সরকার, মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আফজাল হোসেনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//৭ সেপ্টেম্বর-২০২২