Print Date & Time : 10 May 2025 Saturday 10:38 pm

কুড়িগ্রামে সড়ক দূর্টনায় একজন নিহত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।।কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়েছে। 

নিহত ওই অটোরিকশা চালক রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।

এর আগে গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী গুর“তর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়। 

রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//২৫ আগষ্ট-২০২২