শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নিপীড়ন করে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ জন সাংবাদিকের নামে হয়রানি মূলক হত্যা মামলা প্রত্যাহার সহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠ ও ৭১ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাভিশন ইনকিলাব ও বাসসের কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দীপ্ত টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মাহফুজুর রহমান খন্দকার, মাই টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেল,একুশে টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, দৈনিক ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন,যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের কুড়িগ্রাম প্রতিনিধি একরামুল হক সম্রাট, শাহীন আহমেদ ফিরোজ আলম মনু সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তসহ আসামিদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। এ ছারাও কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ জন সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবি জানান ।

Discussion about this post