Print Date & Time : 16 April 2025 Wednesday 8:05 pm

কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণাবিষয়ক ২ দিনব্যাপী সেমিনারের উদ্বোধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনারের উদ্বোধন হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে মঙ্গলবার সকালে জেলার উলিপুর উপজেলা মিলনায়তনে দু’দিন ব্যাপি অনুপ্রেরণামূলক ও নির্দেশনা সেমিনারের প্রথম দিন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।

আলোচকরা বলেন,বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরনের যোগ্যতা লাগে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবার জন্য কোন ধরনের টাকার প্রয়োজন হয় না।

উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় ৬শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।

দু’দিন ব্যাপি এই সেমিনারের ২য় দিন অনুষ্ঠিত হবে ৯এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার ১২শ শিক্ষার্থীদের এই অনুপ্রেরণামূলক ও নির্দেশনা দেয়া হবে।

এম/দৈনিক দেশতথ্য//