Print Date & Time : 23 April 2025 Wednesday 4:59 pm

কুড়িগ্রাম ট্রেক্সটাইল মিলটি লীজ হস্তান্তর

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: বেসরকারি প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর নিকট হস্তান্তর করে বিটিএমসি।

৭ ফেব্রুয়ারা শুক্রবার দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানে উক্ত হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

৩০ বছর মেয়াদে লীজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:।

টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভালোভাবে পরিচালনা হয়ে আসলে গত ১৫ বছর ধরে বন্ধ ছিল মিলসটি।

অপর দিকে মিলসটিতে চারটি পন্য উৎপাদন করার কথা রয়েছে। আর এতে কর্মসংস্থান হবে কুড়িগ্রামের প্রায় ২ হাজার মানুষের।