Print Date & Time : 4 April 2025 Friday 9:00 pm

কুড়িগ্রাম ধরলার চরে অজ্ঞাতনামা লাশ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর চরে বালু দিয়ে ঢেকে রাখা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশের সন্ধান পাওয়া গেছে। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় শতশত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার চরে কয়েকজন কৃষক কাজে যাওয়ার সময় লাশটি দেখতে পায়। শুধু দুই পা বাইরে এবং সম্পূর্ণ শরীর বালু দিয়ে ঢেকে রাখা। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, ফুলবাড়ী ধরলা সেতু থেকে আনুমানিক এক/দেড় কিলোমিটার দক্ষিণে বালুর চরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। লাশের সম্পূর্ণ অংশ বালুর নিচে পুতে রাখা। বাইরে থেকে শুধু দুই পা দেখা যাচ্ছে। ফলে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলেই অবস্থান করছি। ক্রাইম টিম এলেই লাশ উত্তোলণ করা হবে।

এম/দৈনিক দেশতথ্য//