Print Date & Time : 5 July 2025 Saturday 7:43 pm

কুড়িগ্রাম প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে দু’শতাধিক ক্যামেরাম্যান এবং দু:স্থ 

অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম 

প্রেসক্লাব চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কম্বল বিতরন করা হয়। এসময় 

উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,জেলা দুর্যোগ ও ত্রাণ 

পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড.আহাসান হাবীব নীলু,সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক শফি খান,রাজু মোস্ত্মাফিজ,রেজাউল কমির রেজা মাহফুজার রহমান টিউটর ,এবি সিদ্দিক, ফজলে এলাহী স্বপন,একরামুল হক সম্রাট, নাজমুল হোসেন, গোলাম মাসুদ, এম আর রন্জু জাহিদ হোসেন ও শাহীন আহমেদ ছারাও আর ও অনেকে উপস্থিত ছিলেন ।