Print Date & Time : 21 August 2025 Thursday 10:35 pm

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২২-২৩ দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মিজানুর রহমান মিন্টু। এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য অলক সরকার ও

নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ ফেব্রুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ মার্চ মনোনয়নপত্র জমাদান, ৫ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবে সদস্য সংখ্যা রয়েছে ৩৭জন। কার্যকরী পরিষদে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি এডভোকেট আহসান হাবীব  নীলুসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//