Print Date & Time : 10 May 2025 Saturday 11:07 am

কুমারখালীকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা বিষয়ক সভা

কুষ্টিয়ার কুমারখালীতে মুজিব শতবর্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পুনর্বাসন যাচাইকরণ এবং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা বিষয়ক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ  সভা কক্ষে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান  আব্দুল মান্নান খান।পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম,  উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালো, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম,কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজা/দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৪,২০২২//