Print Date & Time : 22 August 2025 Friday 5:01 am

কুমারখালীতে অনুদানের চেক বিতরণ

ছাব্বির হোসেন ,কুমারখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ ও দূস্থ মানুষের মাঝে অনুদানের নগদ চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় কুমারখালী পাবলিক লাইব্রেরী সংলগ্ন স্থানীয় সাংসদের অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র সামসুজ্জামান অরুণে সভাপতিত্বে ২৩ জন দুরারোগ্য দুস্থ্য রোগীর প্রত্যেকের মাঝে ৫০,০০০ হাজার টাকা করে সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর সভার প্যানেল মেয়র হারুন-অর-রশীদ হারুন

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খোকসা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ,রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা, সদকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ,পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীনুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন সেখ প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//