কুমারখালী প্রতিনিধি ॥ সকল প্রকার অপরাধ নির্মূলের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ঈমাম, শিক্ষক, চিকিৎসক, সুশীল সমাজসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে সুধী সমাবেশ করেন চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম আশরাফুল আলম। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা ও ধলনগর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এস এম আশরাফুল আলম বলেন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও সামাজিক কলোহের বিষয়ে আলেম সমাজকে কাজ করতে হবে। এসব বিষয় তুলে ধরে মানুষকে সচেতন করবেন। তাহলে সমাজের মানুষ ভালো থাকবে। আপনাদের মতামত নিয়ে আমি এলাকারা মানুষের শান্তির জন্য কাজ করতে চাই। এলাকাবাসীর উদ্দেশ্য তিনি আরো বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেতাসহ সাধারন মানুষের। সবাইকে আইন মান্য করে চলতে হবে। কোন অন্যায় ও অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোন ছাড় দেয়া হবে না। এলাকার সাধারন মানুষকে শান্তিতে রাখতে পুলিশ সব ব্যবস্থা নেবে। তিনি বলেন, বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কাজ করছে। পুলিশ আগের চেয়ে এখন বেশি তৎপর। যে কোন প্রয়োজনে পুলিশকে কাছে পাবেন। তাই এলাকার কোন সমস্যা হলে পুলিশকে জানাবেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় এলাকার শিক্ষক, মেম্বার, সামাজিক ও রাজনৈতিক নেতাসহ এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

Discussion about this post