কুমারখালি প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহ ইউনিয়ন বড় মাজগ্রাম পদ্মার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার শিলাইদহ ইউনিয়ন রড় মাজগ্রাম পদ্মার চরে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আমিরুল আরাফাত কুমারখালী উপজেলার বড় মাজগ্রামের বাসিন্দা আকমান’র ছেলে মজিদ(৩৫)কে ২০ দিন কারাদন্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের ভ্র্যাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ এপ্রিল ২০২৪

Discussion about this post