Print Date & Time : 22 April 2025 Tuesday 9:59 pm

কুমারখালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধ ৫০ টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বুধবার ( ৩১ মে) বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শিলাইদহ ও কয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি বলেন, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ৫০ টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ মে ২০২৩