ছাব্বির হোসেন কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালীতে ২৫ জন
অসুস্থ রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত ১২ লক্ষ ৫০ হাজার টাকার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম, উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post