Print Date & Time : 22 April 2025 Tuesday 7:40 pm

কুমারখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি, উন্নয়ন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ জুলাই) সোমবার বিকেল ৫টার সময় সদকী জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট মাঠে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের নেতৃত্বে বিশাল এক শান্তি, উন্নয়ন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি, উন্নয়ন ও বিক্ষোভ সমাবেশে সদকী ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ্যাড হাসানুল হাসকর হাসু , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোমিনুর রহমান মোমিজ, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আন্দোলনের নাম করে এই এলাকায় বিএনপি-জামায়াতকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।  আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।  বিএনপি- জামায়াত যেন জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করতে না পারে সেজন্য আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এই শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেন।

 এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩১,২০২৩//