Print Date & Time : 14 May 2025 Wednesday 8:55 pm

কুমারখালীতে আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালীতে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৬ জুন সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন শাহিদুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ২৬টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এল//