কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” একুশের গান (কবিতা) গাইতে গাইতে রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আকুল উদ্দিনসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post