Print Date & Time : 4 July 2025 Friday 6:31 pm

কুমারখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বল্পোন্নতদেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশ উত্তরণ উপলক্ষে কুষ্টিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, সদকী ইউপি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও কুমারখালী সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্যাপশনঃ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//