ছাব্বির কুমারখালীঃ জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরসভা মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমসহ প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জনকে ৪০ হাজার টাকা করে ৪ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।