কুমারখালী প্রতিনিধি ॥” এস মোদের ছায়া তলে, অন্ধকার ভুলে আলোর পথে” এই স্লোগানকে সামনে নিয়ে চলতি বছরই আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল-নূর এ্যাসোসিয়েশন।স্বেচ্ছাসেবী আল-নূর এ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে স্বাবলম্বী করতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে কুমারখালীর আলাউদ্দিন নগরে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে নন্দলালপুর ইউনিয়নে মনোহরপুর গ্রামে প্রতিবন্ধী আব্দুর রশিদকে এই নগদ অর্থ বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতিবন্ধী আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে কুমারখালীর আলাউদ্দিন নগরে ঝাল মুড?ি ও ছোলা বিক্রি করে আসছিল। করোনার ভয়াল থাবায় ব্যবসা বন্ধ হয়ে যায় আর ব্যবসার মূলধন হারিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পড?ে মহা বিপাকে। আর ঠিক এমন সময়ে অসহায় এই ব্যক্তিটি পাশে এসে দাঁড?ালো স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। এমন মানবিক কাজ করায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। অনুষ্ঠানের সমাজের সকল অসহায় দুস্থ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় সংগঠনের পক্ষ থেকে। নগদ অর্থ বিতরণ এর সময় সংগঠনটি সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Date & Time : 25 August 2025 Monday 1:07 am