বকুল চৌধুরীঃ কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলায় শিলাইদহ আসন্ন ইউপি নির্বাচন ২০২১, সকল শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে নারী-পুরুষ সম্মিলিত ভাবে নৌকা প্রার্থী বিশিষ্ট্য ব্যাবসায়ী, সমাজ সেবক, অসহায় হতদরিদ্র মানুষের বিপদের প্রকৃত বন্ধু তিন তিন বার নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক চলতি মাসের ২৩ ডিসেম্বর নির্বাচনের বিজয়ী হতে চলেছেন। ঐ ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে খোজ খোবর নিয়ে জানা গেছে, সালাউদ্দিন খান তারেক চেয়ারম্যান প্রার্থী হাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসব তৈরি হয়েছে। নির্বাচণী প্রচার প্রচারণায় ঝাপিয়ে পড়েছে ঐ এলাকার ভোটারা । অনেক দিন পর ঐ এলাকার সাধারণ ভোটাররা অনেক দিন পর সাধারণ মানুষের প্রাণের দাবি পূরণ হতে চলেছে এই ইউনিয়নে। ঐ ইউনিঢনের বেশ কিছ’ ভোটাররা দাবি করেছে সালাউদ্দিন খান তারেখ চেয়ারম্যান নির্বাচিত হলে ঐ উপজেলায় আওয়ামীলীগের রাজনীতির অবস্থান আর ও শক্তিশালী হবে বলে জনগণ বিশ্বাস করে। তিনি দির্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন । তার কাছ থেকে এই ইউনিয়নের মানুষ জন সার্বিক সহযোগীতা সুবিধা পেয়ে থাকেন। একজন সত্যিকারের জন দরদি ভালোবাসার নেতার নাম সালাউদ্দিন খান তারেক। শিলাইদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে সালাউদ্দিন খান তারেক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।সাধারণ মানুষ আগামী ২৩ শে ডিসেম্বর নির্বাচনে শতস্ফুর্তভাবে ভোট দিয়ে জয় যুক্ত করবে এই প্রত্যাশা করেছে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শ ৪৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১১হাজার ২শ ৫১ জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৮শ ৯২ জন। ভোট কেন্দ্র সংখ্যা ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৬৪ টি।

Discussion about this post