নিজস্ব প্রতিনিধ: কুষ্টিয়ার কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে বাগুলাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক নবা কে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করেছে পুলিশ।
(১০ মে ) শনিবার বাগুলাট গ্ৰামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। (১১ মে) রবিবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অভিযান চালাচ্ছে পুলিশ। এরি পরিপ্রেক্ষিতে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক নবা কে আটক করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা কে। নাশকতার আশঙ্কায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।