কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী ও খোকসা উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনালে বিকাল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কে. এম শরিয়াতুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা মো, আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জেনারেল জি এম তাওহিদ আনোয়ার। এছাড়াও এ গণ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপজেলার নেতৃবৃন্দ।
এই গণ সমাবেশে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//