Print Date & Time : 5 July 2025 Saturday 3:13 am

কুমারখালীতে এইচএসসি’র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে আলাউদ্দিন নগর স্টেশন বাজার সংলগ্ন আল নুর এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।আল নুর এসোসিয়েশনের সভাপতি শেখ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়া মহাবিদ্যালয়ের প্রভাষক নুরুজ্জামান মানিক, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মোতালেব, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মহব্বত আলী, যুগ্মসাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বাধীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিঠুন, প্রচার সম্পাদক মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসেন সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। এসময় সংগঠনের পক্ষ থেকে মনোহরপুর ও এলঙ্গীপাড়া গ্রামের দুটি হতদরিদ্র পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়। এবং কুমারখালীতে এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

দৈনিক দেশতথ্য//এল//